পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো এবার থেকে প্রতিদিন পেট্রোল দাম পরিবর্তন করতে পারবে৷ একটি সর্ব ভারতীয় বিজনেস চ্যানেল জানাচ্ছে ১৬ জুন থেকে এই নয়া দামের রীতি চালু হচ্ছে গোটা ভারতে৷
এর আগে ১মে থেকে পাঁচটি শহরে পেট্রোল ও ডিজেলের দামের এই পরিবর্তন চালু হয়েছে৷ তবে এক্ষেত্রে ডিজেলের দামও প্রতিদিন পরিবর্তন হবে কি না তা জানানো হয়নি৷
বর্তমানে ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম ১৫দিন অন্তর অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে দাম স্থির করে৷
এর আগে পণ্ডিচেরি, বিশাখাপত্তনম, উদয়পুর, জামশেদপুর এবং চণ্ডিগড় এই পাঁচ শহরে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছিল প্রতিদিন তেলের দাম ঠিক করার৷