পপুলার২৪নিউজ ডেস্ক:
ইরানের পার্লামেন্টে বন্দুকধারীর হামলায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনীর দরগায় অপর এক হামলায় বহু হতাহতের অাশংকা করা হচ্ছে।
বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানায়, আয়াতুল্লাহ খোমেনীর দরগায় বোমা হামলা ও বন্দুকধারীর গুলিতে বহু হতাহত পারে।
সংবাদ সংস্থা ফার্স জানায়, একই সময়ে ইরানের পার্লামেন্টেও বন্দুকধারীরা হামলা চালায়। এ হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
তবে বেশ কিছু স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলায় আহত এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
তেহরানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত পার্লামেন্ট কমপ্লেক্সে বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।