নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ: মধ্যনগর থানায় বলা হয়ে থাকে শতকরা ৮৫ ভাগই আওয়ামী লীগের ভোটার। থানার ৪ ইউনিয়নের ৩টিতেই আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান। দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে একটিতে কেবল আওয়ামী লীগ হেরেছে। অথচ. এই থানায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি দু’টি। দুই কমিটির নেতৃবৃন্দই নিজেদের বৈধ দাবি করেন। কমিটি গঠনের পর একাংশের আহ্বায়ক (আব্দুল আউয়াল) একদিনের জন্যও মধ্যনগরে যাননি। কমিটির নেতৃবৃন্দ একদিনও থানা আওয়ামী লীগের কার্যালয়ে যায়নি। অবশ্য আব্দুল আউয়াল বলেছেন, আমি না গেলে কাজ হয় কীভাবে। আমি না গিয়েও অন্যদের চেয়ে বেশি কাজ করতে পারি। থানার সামনে খাস জমিতে যারা অফিস করেছে, তারা আওয়ামী লীগার নয়।
২০১৪ সালের ২১ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক (মতিউর রহমান এবং নুরুল হুদা মুকুট) মধ্যনগর থানা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে দলীয় নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরীকে আহ্বায়ক, পরিতোষ সরকার, মোবারক হোসেন ও জামাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যর বিশিষ্ট কমিটি করে দেন।
একই বছরের ১৮ ডিসেম্বর আবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুরাতন কমিটি স্থগিত করে ধর্মপাশার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়ালকে আহ্বায়ক, নিপেন্দ্র রায়, প্রভাকর তালুকদার পান্না, আব্দুল খালেক, আলমগীর খসরু, প্রবীর বিজয় তালুকদার, ও মনোরঞ্জন তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট থানা সম্মেলন প্রস্তুতি কমিটি করে দেন।
এখন দুই কমিটিই নিজেদের থানা কমিটি দাবি করছে।
আব্দুল আউয়াল তালুকদারের নেতৃত্বাধীন কমিটির যুগ্মআহ্বায়ক প্রভাকর তালুকদার পান্না বলেন, কমিটি হবার পর একদিনও আব্দুল আউয়াল তালুকদার মধ্যনগরে আসেননি। একদিনের
জন্যও নতুন কমিটি আওয়ামী লীগ অফিসে বসতে পারেন নি। আওয়ামী লীগ অফিসের চাবি থাকে, এমপি’র লোকজনের কাছে যারা, বিএনপি-জামায়াত থেকে এসেছে।
ধর্মপাশার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার বলেন, আমাকে আহ্বায়ক করেই ধর্মপাশা থানা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি করা হয়েছে। আমরা ওয়ার্ড, ইউনিয়ন কমিটি করেছি। জাতীয় দিবস পালন করছি। আমিতো বিরোধী দল নয়, প্রতিদিন মিছিল-মিটিং করতে হবে। আমাদের আলাদা অফিস আছে। যারা থানার সামনে খাস জমিতে অফিস করেছে। এরা আওয়ামী লীগার নয়। এরা যখন যে এমপি হয়, তার সঙ্গে থাকে। থানার সামনে বসে থানার দালালী করার জন্য। আমি মধ্যনগরে না গেলে কর্মসূচি হয় কীভাবে। আর আমি না গেলেও অনেক কিছু করতে পারি। যারা এসব কথা বলে, এরা আমার সমতুল্য নয়।
স্থানীয় সংসদ সদস্যের সমর্থক অপরাংশের আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী বলেন, মধ্যনগরে আব্দুল আউয়ালের নেতৃত্বাধীন কমিটির কোন কার্যক্রম নেই। সিলেট বসে কাগজে-পত্রে কমিটি তাঁর। গত দুই বছরের মধ্যে একদিনও মধ্যনগরে আসেননি তিনি। মধ্যনগর থানার সামনে ৫-৬ বছর হয় আওয়ামী লীগের অফিস হয়েছে। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল অঙ্গ সংগঠনের নেতারাই বসে। এখান থেকেই দলের কার্যক্রম পরিচালিত হয়। থানায় নেতা-কর্মীদের নামে মামলা হলেও আমরা সেটি দেখি, সমাধান করার চেষ্টা করি। আব্দুল আউয়াল মুখে মুখে আওয়ামী লীগ করেন। তাঁর দাঁড়াই আওয়ামী লীগ সমর্থক ভোটাররা বেশি নির্যাতিত হয়েছে। অরাজনৈতিক, ভিত্তিহীন, মিথ্যাচার ও অশালীন বক্ত্যব্য তিনিই বেশি দেন। আব্দুল আউয়াল সব সময় নৌকার বিরোধীতা করেন। ১৯৯৬’এ নৌকার বিরোধীতা করেছেন। ২০১৩’এর ৫ জানুয়ারিও প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, মধ্যনগরে আব্দুল আউয়াল-ই আহ্বায়ক, এমপি মানেন কী-মানেন না এটি তাঁর বিষয়।
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমি মানবো কী-না, সেটি পরের কথা, তারাই (মতিউর রহমান-নুরুল হুদা মুকুট) গিয়াস উদ্দিন নূরীকে আহ্বায়ক করে ২০১৪’এর ২১ এপ্রিল কমিটি দিয়েছেন। আবার একই বছরের ১৮ ডিসেম্বর আরেক কমিটি দিয়েছেন। তারা যেভাবে করেছেন, আমি এমপি-জনপ্রতিনিধি হয়ে সেভাবে দায়িত্বহীন কাজ করতে পারবো না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিসটার এম এনামুল কবির ইমন বলেন, কিছু ইউনিট কমিটি নিয়ে সমস্যা রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি হবার পর এসব ইউনিটের সমস্যা আমরা বসে সমাধান করে দেব।