পপুলার২৪নিউজ ডেস্ক:
শুরু থেকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে টানা নয় জয়ে শিরোপার দাবিদার ছিল তারাই। কিন্তু শিরোপা ছোঁয়া যে সহজ হবে না সেটা জানতেন গাজীর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শেষ ম্যাচের আগে শিরোপা নিশ্চিত করেছে নাসির হোসেনের দল। কাল শেষ ম্যাচে চ্যাম্পিয়নদের হারিয়ে আফসোস বাড়ল রানার্সআপ প্রাইম দোলেশ্বরের।
গাজীর শিরোপা জয়ের রেসিপি কী? কেউ মনে করছেন গাজীকে বাংলাদেশ ‘এ’ দল হিসেবে চালানো যায়। আবার কারও মতে, ঘরোয়া ক্রিকেটের সেরা কোচ থাকায় কাজটা সহজ হয়েছে। কোচ সালাউদ্দিনের কাছে হিসাবটা সোজা। তার মতে, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা এ দলে রয়েছেন। তারা পারফর্ম করেছেন
গাজীর কোচ বলেন, ‘আমার দলে অধিকাংশই জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার। তাদের সবারই আবার জাতীয় দলে ঢোকার ইচ্ছা প্রবল। ছেলেরা তাই পারফর্ম করেছে।’ তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব ছেলেদের।’ আর ক্রিকেটাররা মনে করছেন জয়ের জন্য বড় অবদান কোচের। দলের সেরাটা বের করে এনেছেন কোচ। এছাড়া চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নাসির হোসেনের দায়িত্বশীল নেতৃত্ব এবং পারফরম্যান্সেও বড় অবদান রয়েছে। এখন যদি জাতীয় দলে কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডারের প্রয়োজন হয়, তাহলে সবার আগে ডাক পড়বে নাসিরের। আয়ারল্যান্ড থেকে আরও ধারালো হয়ে ফিরেছিলেন নাসির।
এদিকে সুপার লীগের প্রথম ম্যাচে গাজী হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছিল তাদের। কিন্তু নাসির দলে ফিরে টানা তিন ম্যাচে ম্যাচসেরা পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করেন। নাসির বলেন, ‘আমরা সবাই একটা দল হিসেবে খেলেছি। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করেছে। এতে জয় পাওয়াটা সহজ হয়ে গেছে।’ নাসিরও গাজীতে খেলেছেন শর্ত দিয়ে। তিনি কোচ সালাউদ্দিনকে বলেছিলেন, চার নম্বরে তাকে ব্যাটিংয়ে নামালেই শুধু গাজীতে খেলবেন। কোচ রাজি হয়ে যান। নাসির ছাড়াও এ দলে ছিলেন মুমিনুল হক, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি, নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, জহুরুল ইসলামরা। এ দলের নয়জন ক্রিকেটার কোনো না কোনো সময় জাতীয় দলে খেলেছেন বা ডাক পেয়েছেন।