স্ট্রোকে আক্রান্ত বাফুফে সহ সভাপতি বাদল রায়

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি বাদল রায়। গতরাতে নিজের বাসায় অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
খেলোয়াড়ি জীবনে বাদল রায়ের অন্যতম সতীর্থ হাসানুজ্জামান বাবলু বলেন, রাত তিনটার দিকে বাদল অসুস্থবোধ করলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণে আক্রান্ত তিনি। তাঁর জ্ঞান আছে, তবে শরীরের বাঁ দিকটা কিছুটা অবশ। কথাও জড়িয়ে গেছে।’
আশির দশকে বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকা বাদল রায় তাঁর ক্যারিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। জাতীয় ফুটবল দলেও খেলেছেন দীর্ঘ দিন। মোহামেডানে ‘বাদল-সালাম’ জুটির কথা এখনো কিংবদন্তির মতো ফেরে ফুটবলপ্রেমীদের মুখে মুখে। ১৯৮১ ও ১৯৮৬ সালে বাদল রায়ের নেতৃত্বে লিগ শিরোপা জিতেছিল মোহামেডান। ১৯৮২ সালে দিল্লিতে মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশ এশিয়ান গেমসের ফুটবলে প্রথম জয় তুলে নেয় বাদল রায়ের গোলেই।
১৯৯০ সালে খেলা ছাড়ার পর তিনি রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়েছেন। একজন সফল ব্যবসায়ীও। নব্বইয়ের দশকে বেশ কয়েকবার মোহামেডানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাসানুজ্জামান বাবলু জানিয়েছেন, বাদল রায়ের উন্নত চিকিৎসার সম্ভব সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধকে জুতার মালা পরানো ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধএকনেকে ১১ প্রকল্পের অনুমোদন