পপুলার২৪নিউজ ডেস্ক:
কাশ্মীরে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানাচাল করে দিল ভারতীয় সেনারা৷ অভিযানে নিহত হয়েছে চার জঙ্গি৷
সোমবার ভোর চারটে নাগাত জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলার সাম্বালের সিআরপিএফ ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করে চার জঙ্গি৷ তাদের দেখা মাত্রই চারদিক থেকে ঘিরে ফেলে ব্যাপক লাগাতার গুলি বর্ষণ শুরু করে নিরাপত্তারক্ষী জওয়ানরা৷ সেনা ক্যাম্পের মূল গেটের আগেই নিকেশ হয় হয় ওই চার জঙ্গি৷
আত্মঘাতী হামলা চালাতেই সেনা ছাউনিতে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে দাবি করেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ৷ তাদের খতম করার পর চারটি একে৪৭ রাইফেল, একটি গ্রেনেড লঞ্চার ও বেশ কিছু হ্যান্ড গ্রেনেডও উদ্ধার হয়েছে৷পাশাপাশি পেট্রোল বোমাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ আত্মঘাতী হামলার ছক ছিল বলে দাবি সেনাবাহিনীর৷
গতবছরও বান্দিপুরা সেক্টরে হামলা চালায় জঙ্গিরা৷ সেই সময় চেতন কুমার চিতা নামে এক জওয়ান গুরুতর আহত হন৷ একসঙ্গে ৯টি বুলেট লাগে তাঁর৷ সেই তিনিই এখন বান্দিপুরার ৪৫ ব্যাটেলিয়নের এই সেনা ক্যাম্পের দায়িত্বে৷
তিনি জানান, সীমান্তে লাগাতার উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা আগে থেকেই ছিল৷ সেই মতো নির্দেশও দেওয়া ছিল নিরাপত্তারক্ষীদের৷তবে জওয়ানরা সতর্ক থাকায় জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দেওয়া গিয়েছে৷ এর পাশাপাশি তিনি আরও জানান, গোটা এলাকায় নতুন করে তল্লাসি অভিযান চালাবে সেনাবাহিনী৷ এলাকায় এখনও বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷