রোববার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খানএসব তথ্য জানান।
তিনি জানান, সকাল সাড়ে ৯টায় শুল্ক গোয়েন্দার একটি দল গুলশান-১ ডিসিসি মার্কেট শাখায় স্বর্ণ ও ডায়মন্ড জব্দের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে।
কাজ সম্পন্ন করে আনার পূর্ব মুহূর্তে শোরুমের অভ্যন্তরে একটি গোপন কুঠুরির সন্ধান পায় গোয়েন্দারা।
সেখানে তল্লাশি চালিয়ে আরও ২২ কেজি স্বর্ণ খুঁজে পায় তারা। সেগুলো বাজেয়াপ্ত ও জব্দ করে গোয়েন্দা হেফাজত ও পরে বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাওয়া হয়।
পরে জব্দকৃত ওই স্বর্ণের ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আপন জুয়েলার্সের উত্তরা শোরুমে ইয়াবা ও বিদেশি মদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
এই শোরুমেই বসতেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে ও বনানীতে ধর্ষণ মামলার প্রধান আসামী সাফাত আহমেদ।
এরআগে রাজধানীতে আপন জুয়েলার্সের ৫টি শো’রুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওইসময় তারা প্রায় সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করে।