পপুলার২৪নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করবে ভারত।
টসে জয়লাভ করে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বোলিং করার সিদ্ধান্ত নেন।
বার্মিংহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলা শুরু হবে।
দু’দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে ২০১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয়নি তাদের।
এখন পর্যন্ত দু’দল ১২৭ বার মুখোমুখি হয়েছে। ভারত ৫১ এবং পাকিস্তান জিতেছে ৭১ বার। ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে ১১ বারের মুখোমুখিতে সব ম্যাচেই জিতেছে ভারত।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হয়ে দু’বার জিতেছে পাকিস্তান। দু’দেশের সাবেক ক্রিকেটাররাও এগিয়ে রাখছেন ভারতকে।
এবার ভারতকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। সেখানে পাকিস্তানকে ধরা হচ্ছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল।