প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুরান ঢাকার চকবাজারের হাজী মোহাম্মদ বাদল নামের এক ব্যক্তি।

রবিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন বাদল। মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ২৬ মে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে তার মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবোমা বোমাতঙ্কে জুভেন্টাসের ৬০০ অনুরাগী আহত
পরবর্তী নিবন্ধট্রাম্প ‘আমার জীবন নষ্ট করছেন’: ক্যাথি গ্রিফিন