পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
সিআর সেভেন খ্যাত ফরোয়ার্ডের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যুভেন্টাসকে হারায় রিয়াল। শিরোপা ধরে রাখার ম্যাচে ৪-১ গোলের জয় পায় রোনাল্ডো-কাসেমিরোরা।
কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে শনিবার রাতের শুরুটা অবশ্য ভালোই করেছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
তবে এসবের মধ্যেই ২০তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন দুর্দান্ত ফর্মে থাকা রোনাল্ডো।
অবশ্য ২৭তম মিনিটেই ঘুরে দাঁড়ায় যুভেন্টাস। হিগুয়াইনের উঁচু পাস বুক দিয়ে নামিয়ে ওভারহেড কিকে নাভাসের মাথার উপর দিয়ে বল জালে পাঠান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল রিয়ালের শিরোপা জয় নিশ্চিত করে ফেলে।
৬১তম মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর শট সামি খেদিরার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
এর ঠিক তিন মিনিট পর ডান দিকের বাই লাইন থেকে মদ্রিচের ক্রসে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন রোনাল্ডো।
এ নিয়ে ইউরোপ সেরার আসরে তিনটি ফাইনালে গোল পেলেন রোনাল্ডো। আর আসরে ১২টি গোল করে বার্সেলোনার লিওনেল মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ফাইনালের জোড়া গোলে ক্লাব আর দেশ মিলিয়ে ৬০০টি গোলের মাইলফলকও স্পর্শ করলেন চার বারের বর্ষসেরা এই ফুটবলার।
এছাড়া ফাইনাল ম্যাচে প্রথম দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০০ গোল করা দলের রেকর্ডও গড়েছে রিয়াল।
শেষ মুহূর্তে মার্কো আসেনসিওর গোলে বড় জয়ই তুলে নেয় স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।
গত বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর রিয়ালকে টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন জিদান। এ মৌসুমে ২০১২ সালের পর লা লিগার শিরোপাও পুনরুদ্ধার করেছে রোনাল্ডোরা।
প্রতিপক্ষ কোচ আল্লেগ্রির ট্রেবল জেতা আর হলো না। ১৯৯৬ সালে শেষবারের মতো শিরোপা জেতার পর পাঁচবার ফাইনালে উঠে হারলো ইউভেন্তুস।