ঝড়টা প্রস্তুতি ম্যাচের ওপর দিয়েই গেছে: মিরাজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
বলা হচ্ছে, এটাই বাংলাদেশ ক্রিকেটের সেরা দল। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং দাপট দেখানোর পর ভারতের বিপক্ষে এ কী অবস্থা টাইগারদের! ৮৪ রানে অলআউটের হতাশায় মুহ্যমান হওয়ার বদলে বেশ চাঙ্গাই আছে টিম টাইগার। তরুণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মুখে শোনা গেল আশার বাণী। হাসিমুখেই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

মিরাজ বললেন, “আজকে দিনটি আমাদের ছিল না। তবে আমি ইতিবাচকভাবে নিলে বলতে পারি, যা যাওয়ার, প্র্র্যাকটিস ম্যাচের ওপর দিয়েই গেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সামনে আসল খেলা, বড় ম্যাচ। আশা করি, খারাপ সময়টা প্রস্তুতি ম্যাচের ওপর দিয়েই গেছে। ”

বাংলাদেশের ক্রিকেটে ধুমকেতুর মত আবির্ভাব মেহেদী মিরাজের। বিশ্বকে তাক লাগানো এই তরুণ পরে বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন। উইকেট পেলেও রান আসছিল না। অলরাউন্ডার তকমার প্রমাণ করতে পারছিলেন না। ধৈর্য্য আর পরিশ্রমে একসময় রান আসতে শুরু করে। ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক হয়ে যায়। তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অনেক আশা।

ক্রিকেটীয় চিন্তায় অনেক পরিণত সেই মিরাজ শোনালেন আত্মবিশ্বাসের কথা, “আমাদের আত্মবিশ্বাস আছে। আশা করি, আমরা ঘুরে দাঁড়াবো অবশ্যই। ড্রেসিং রুম একদম ঠিক আছে। সবাই জানে, একটা ম্যাচে এরকম হতেই পারে। মূল ম্যাচে এরকম হবে না। সবাই আত্মবিশ্বাসী। “

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাধীন অবস্থায় হাতকড়া:ওসিসহ চারজনকে ৫ জুন হাজির হওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধধর্ষণ সমস্যার অভিনব সমাধান দিলেন অক্ষয় কুমার!