নির্বাচনে রুশ হস্তক্ষেপ: তথ্য দিতে রাজী নন ট্রাম্পের আইনজীবী

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তথ্য দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের অংশ হিসেবে তার কাছে তথ্য চেয়েছে দু’টি কংগ্রেসনাল প্যানেল।

কোহেন মার্কিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

তিনি বলেন, ক্রেমলিনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছিল কিনা সে তথ্য জানতে চাওয়া হয়েছে। এছাড়া এ সংক্রান্ত বিষয়ে তথ্য-প্রমাণ দিতেও তাগিদ দেয়া হয়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন এসব তথ্যের কোনোটাই দিতে সম্মত হননি।

কোহেন জানিয়েছেন, ‘বিষয়টি অনেক বিস্তৃত’, আর তাই ‘উত্তর দিতে তিনি প্রস্তুত নন’। এ কারণে তথ্য সরবরাহ করা থেকে বিরত থেকেছেন তিনি।

কোহেন ট্রাম্পের সহযোগীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি, যিনি ‘হাউস’ ও ‘সিনেট’ যে তদন্ত করছে সেখানে তথ্য সরবরাহ করতে অসম্মতি জানিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাতা জেরার্ড কুশনারের নাম গত সপ্তাহে ‘রাশিয়া প্রোব’ নামে বিখ্যাত এক রুশ পত্রিকায় এসেছে। এই নিয়েও গুঞ্জন চলছে।

তবে আগে থেকেই মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে যে, গত ডিসেম্বরে কুশনার রাশিয়ার সঙ্গে গোপন পন্থায় ওয়াশিংটনের যোগাযোগ করিয়েছিলেন।

অবশ্য কুশনার রাশিয়ার সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা এ বিষয়ে মন্তব্য করেননি হোয়াইট হাউসের প্রেস সচিব সন স্পাইসার।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের নৃশংসতা তুলে ধরতে প্রধানমন্ত্রীর আহ্বান
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ৭১ মাঝি-মাল্লাসহ ছয় ট্রলার নিখোঁজ