ইন্দোনেশিয়ায় ধর্মীয় নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ার এক ধর্মীয় নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইন ভাঙ্গার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত রিজিক শিহাব নামের ওই ধর্মীয় নেতা ফোন বার্তায় নগ্ন ছবি আদান-প্রদান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর বিবিসির।

বতর্মানে সৌদি আরবে অবস্থান করা ওই নেতা অবশ্য উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন।

রিজিক দেশটির ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট (এফপিআই) নামের সংগঠনের প্রধান। এই সংগঠনের নেতৃত্বেই জাকার্তার সাবেক গভর্নর বাসুকি পুর্নামার বিপক্ষে ইসলাম অবমাননার অভিযোগে আন্দোলন সংগঠিত হয়। পরে ধর্ম অবমাননার অভিযোগ আমলে নিয়ে বিচারিক প্রক্রিয়ায় জাকার্তার গভর্নরকে কারাদণ্ড দেয়া হয়।

এর আগে সমর্থকদের উস্কে দিয়ে অগ্নিসংযোগ ও সহিংসতার দায়ে দু’বার কারাভোগ করেছেন রিজিক। তার বিপক্ষে এ বছরের শুরু থেকেই পনোর্গ্রাফি আইন ভাঙ্গার অভিযোগ উঠে। এক নারীর সঙ্গে তার আদান-প্রদান করা বার্তার স্ক্রিনশট অনলাইনে ঝড় তোলে।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোরায় তিনজনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধযশোরে শিশু ধর্ষণ ও হত্যায় যুবকের মৃত্যুদন্ড