অবশেষে বাড়ি ফিরলেন নিখোঁজ এই মডেল

 পপুলার২৪নিউজ ডেস্ক:

নিখোঁজ হওয়ার তিনদিন পর অবশেষে ভারতের চেন্নাই পুলিশের সাহায্যে বাড়ি ফিরলেন মডেল গানাম নায়ার। চেন্নাই পুলিশের ডেপুটি কমিশনার পি সর্বানন জানিয়েছেন, সোমবারই গানামের খোঁজ পাওয়া গেছে। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হলেও মানসিক অবসাদে ভুগছেন।

চেন্নাইয়ের নানগামবাক্কামের একটি সাঁলোর মার্কেটিং এক্সিকিউটিভ, ২৮ বছরের গানাম গত শুক্রবার নিজের বাইকে অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ। তাঁর আত্মীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন তিনি অফিস পৌঁছেননি। সেলফোনও বন্ধ ছিল। গানামের পরিবার কে কে নগর থানায় নিখোঁজ ডায়েরি দায়েরের পর পুলিশের দু’‌টি দল তাঁর সন্ধান চালায়। অবশেষে সোমবার তাঁর খোঁজ মেলে।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় গানামের বন্ধুরা তাঁর সেখানেই তাঁর প্রোফাইল পোস্ট করে তাঁর অনুসন্ধান শুরু করেন। তাঁর আত্মীয়রাও দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় গানামের ইনস্ট্যাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ হাজার ফলোয়ার আছে। সেখানে নিজেকে ফোটোগ্রাফার ফর কনসেপ্চুয়াল শুটস্‌ এবং সাময়িক মডেল বলে পরিচয় দিতেন গানাম। নিজের প্রোফাইলে গানাম নিজেকে লেখিকা, সমু্দ্রপ্রিয়, বইপ্রেমী হিসেবেও পরিচয় দিতেন।

পুলিশ আরও জানিয়েছে, তাঁর বেশ কিছু পোস্টে দেখা যাচ্ছে, এক যুবতীকে গলা টিপে হত্যা করছে এক যুবক। কয়েকটি পোস্টে ঘনিষ্ঠ অবস্থায় কয়েকটি যুগলের ছবি আছে। কারও নাম না করে গানাম একটি পোস্টে লিখেছেন, তিনি এমন একটি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা তিনি চাইছেন না। গত ১২ তারিখের একটি পোস্টে গানাম লিখেছিলেন, শারীরিক সম্পর্কের পর তাঁরা পরস্পরকে মারধর করেছেন। অনামা যুবকটি মই থেকে পড়ে গেছে। জখম যুবককে শান্ত করার চেষ্টা করছেন তিনি। গানামের এ ধরনের পোস্ট তাঁর মনের অবসাদগ্রস্ত দিকেরই প্রতিফলন বলে মনে করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা।

সূত্র: আজকাল

পূর্ববর্তী নিবন্ধএবার বাহুবলী-টু কে ছাড়িয়ে গেলো দঙ্গল
পরবর্তী নিবন্ধশাহরুখের সঙ্গে প্রেমের কথা স্বীকার প্রিয়াঙ্কার