পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘূর্ণিঝড় মোরা প্রায় ১৩৫ কি. মি. গতিতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে।
এ সুপার সাইক্লোনের আঘাতে উপড়ে পড়ে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি ও কাঁচা-আধাপাকা ঘরবাড়িসহ নানান স্থাপনা।
বেলা সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোরা চট্টগ্রাম-কক্সবাজার উপকূলসহ পার্বত্য চটগ্রামের জেলাগুলোতে অবস্থান করছিল।
এ কারণে ওই জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করে এটি ভারতের মনিপুরে অগ্রসর হবে।