ঘূর্ণিঝড় ’মোরা’ এর প্রভাবে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃষ্টি

হায়দার হোসেন,গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ’মোরা’ এর প্রভাবে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃষ্টি। সেই সাথে বইছে হালকা বাতাস। ফলে বিপর্যন্ত হয়ে পড়েছে জেলার জন-জীবন।
সোমবার বেলা আড়াইটা থেকে ঘূর্ণিঝড় ’মোরা’ এর প্রভাবে গোপালগঞ্জে হালকা বাসাতের সাথে শুরু হয় বৃষ্টি। ফলে সধারন মানুষ ঘর থেকে বাইরে বের হতে পরছেন না। কাজের প্রয়োজনে বৃষ্টিতে ভিজে বাইরে বের হচ্ছেন অনেকে। এদিকে পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনেজ কাজ চলায় ওই সব সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জমে গেছে বৃষ্টির পানি। সবচেয়ে বিপাকে পরেছেন খেটে খাওয় মানুষেরা। কাজে ওবর হতে না পারায় অলস সময় কাটাচ্ছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরমজান উপলক্ষ্যে গোপালগঞ্জে টিসিবির ১০ ডিলারের মধ্যে নেই ৯ ডিলার, চাহিদামত পণ্য পাচ্ছেন না ক্রেতারা
পরবর্তী নিবন্ধএফ এম সুলতান হোসেনর সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার