পপুলার২৪নিউজ ডেস্ক:
কবিতা পড়া শেষ হলে একটা দীর্ঘশ্বাস ফেলে পারুল লতা। পত্রিকাটা হাতের মাঝে খামচে ধরে রেলিংয়ে হাত রেখে বাইরে তাকায়। আকাশের দিকে চোখ রাখে। পাশের নারিকেল পাতার ফাঁক দিয়ে সূর্যটা তখন উঁকি দিচ্ছে। দমকা হাওয়া এসে পারুলের চুলগুলো এলোমেলো করে দেয়।
এমন দৃশ্যের ছড়াছড়ি দেখা যাবে ‘কবি জানে, এ শহরে পারুল ফোটে না’ শিরোনামের নাটকে। ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকটি রচনা করেছেন প্রসূন রহমান। পরিচালনা করেছেন তপু খান।
নাটকে পারুল লতা চরিত্রটি রূপায়ণ করেছেন নুসরাত ইমরোজ তিশা। গল্পে দেখা যাবে, একটা সময় কবিরা এই শহরের নায়ক ছিল। কবিতাপ্রেমীরা ছিল সবচেয়ে সংস্কৃতিবান। একদা এ শহরে আশফাক হাবিব নামে একজন কবির আবির্ভাব হয়। তার একটি প্রেমের কবিতা অনেক জনপ্রিয়তা পায়।
পারুল লতা নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী এই কবির প্রেমে পড়ে। এক সময় তাদের প্রেমকাহিনী শহরের আলোচিত বিষয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে গল্প মোড় নেয় ভিন্ন দিকে। কবি আশফাকের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।
আগামী ঈদে কোনো এক বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।