পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসরাইলের কারাগারে বন্দি শতাধিক ফিলিস্তিনি তাদের ৪০ দিনের আমরণ অনশন ভেঙেছেন।
গত ১৭ এপ্রিল থেকে তারা এই প্রতিবাদী অনশন করে আসছিলেন। খবর এএফপি ও রয়টার্সের।
ফিলিস্তিন ও ইসরাইল সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের কারা প্রধান কাদুরা ফারেস বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ ও অনশনরত বন্দিদের মধ্যে একটি চুক্তি হওয়ায় পরিস্থিতির এ উন্নতি হয়েছে।
ইসরাইল কারা কর্তৃপক্ষের এক মুখপাত্রও ফিলিস্তিনি বন্দিদের আমরণ অনশন ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন।