পপুলার২৪নিউজ ডেস্ক:
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ২ উইকেট নিয়ে কিউইদের রানের রাশ টেনে দিয়েছেন। ২৭১ রানের লক্ষ্যে টপ অর্ডার ম্যাচটা শেষ করে দেওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি নাসির হোসেন। তবে দেশে ফিরে সেই জ্বালাটাই জুড়িয়েছেন তিনি। করেছেন ক্যারিয়ার–সেরা ১৩৪ রান। অধিনায়কের ব্যাটে চড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৫০ রান।
ফতুল্লায় নাসিরের ইনিংসটি আরও বড় হতে পারত, তবে আহত-অবসর হয়ে মাঠ ছাড়ায় তা আর হয়নি। তাঁর ১৩৪ রানের ইনিংসটি ছিল মাত্র ১১৩ বলের। ৭টি চারের পাশাপাশি মেরেছেন ৬টি ছক্কা। নাসিরের ১৩৪ রানের পাশাপাশি গুরকিরাত সিংয়ের ৭৪ (৬০ বল) আর মুমিনুল হকের ৬৬ রানেই (৬১ বল) ৩৫০ রানের পাহাড় গড়েছে গাজী ক্রিকেটার্স।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গাজী ক্রিকেটার্স। দলীয় ৭ রানেই ফেরেন ফর্মে থাকা এনামুল হক। এরপর মুনিম শাহরিয়ারকে সঙ্গে নিয়ে মুমিনুল ৭৪ রানের এক জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। মুনিম আউট হন ৩৫ রানে। দলের রান তখন ৮১। তৃতীয় উইকেটে নাসির ও মুমিনুল জুটিতে আসে ৪৪ রান। মুমিনুল ৬১ বল খেলে ৬৬ রান করে ফেরেন। তবে গুরকিরাত সিংয়ের সঙ্গে পঞ্চম উইকেটে মাত্র ১২৯ বলে ১৪৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান নাসির। ষষ্ঠ উইকেটে সোহরাওয়ার্দী শুভর সঙ্গেও ৫৬ রান তোলেন নাসির। গুরকিরাত ৬০ বলে করেন ৭৪।
গাজী ক্রিকেটার্সের রান–উৎসবের দিনে ২টি করে উইকেট নিয়েছেন শেখ জামালের জিয়াউর রহমান ও ইলিয়াস সানি।