পপুলার২৪নিউজ ডেস্ক:
বোরকা নিষিদ্ধ করার পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে একটি রাজনৈতিক দল। লন্ডনের ইউকে ইনডিপেনডেন্স পার্টির তরফ থেকে জানানো হয়েছে বোরকা নিষিদ্ধ করা উচিত। এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে নারীদের স্বাস্থ্যগত বিষয়।
লন্ডনের ইউকে ইনডিপেনডেন্স পার্টির সদস্যরা জানিয়েছেন, ভিটামিন ডি শরীরে না পৌঁছলে নারীদের হাড় ভঙ্গুর হয়ে যায়। তাই বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ব্রিটেনের ওই দল।
নির্বাচনী ইস্তেহারে তারা লিখেছে, ‘এই পোশাক পরিচয় গোপন রাখে, কথাবার্তার পথ বন্ধ করে দেয়, কাজের সুযোগ কমিয়ে দেয়, হেনস্থার শিকার হলে সেই চিহ্ন ঢাকা পড়ে যায়, এছাড়া ভিটামিন ডি শরীরে প্রবেশ করতে পারে না। ’
তাই এই দল ক্ষমতায় এলে বোরখা নিষিদ্ধ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।