নারীকে কটাক্ষ, সাসপেন্ড অভিজিৎ

পপুলার২৪নিউজ ডেস্ক:
একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকতে পছন্দ করেন প্লে-ব্যাক শিল্পী অভিজিত ভট্টাচার্য।

কখনও নারী সাংবাদিককে অশালীন মন্তব্য তো কখনও নায়িকা সোনম কাপুরের সঙ্গে টুইট লড়াই।

টুইটারে এবার এক ছাত্রীর উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন এ গায়ক। তার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার।

ঘটনার সূত্রপাত গত ২২ মে। ওইদিন জেএনইউ’র ছাত্রী শেহলা রশিদ শোরাকে উদ্দেশ করে একটি টুইট করেছিলেন অভিজিৎ।

তাতে ওই ছাত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘গুজব রয়েছে, ওই ছাত্রী দু’ঘণ্টার জন্য টাকা নিয়েছিলেন। কিন্তু নিজের ক্লায়েন্টকে তৃপ্ত করতে পারেননি… এটা বড় র‌্যাকেট।’

তার এ বিতর্কিত মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অভিজিৎ।

এরপরেই তার অ্যাকাউন্টই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় টুইটার।

অভিজিৎ জানান, সদ্যই বিষয়টি জেনেছেন তিনি। অরুন্ধতী রায় এবং জেএনইউ’র পড়ুয়ারা এই ঘটনার পিছনে রয়েছেন বলেও দাবি তার।

পূর্ববর্তী নিবন্ধম্যানচেস্টার হামলার ছবি নিয়ে ক্ষোভ
পরবর্তী নিবন্ধতিনি ছিলেন সালমান-শাহরুখদের মা