৩৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পপুলার২৪নিউজ ডেস্ক:

গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী রবিবার ৩৯ দিনের এ ছুটি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মজিবুর রহমান বলেন, আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে ১৫ জুন পর্যন্ত। ছুটি চলবে ৬ জুলাই পর্যন্ত। ৭ ও ৮ জুলাই শুক্র ও শনিবার হওয়ায় ৯ জুলাই রবিবার একাডেমিক ও প্রাসনিক কার্যক্রম শুরু হবে। ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপরিচালক সমিতির সংবর্ধনায় যাচ্ছেন না শাবানা
পরবর্তী নিবন্ধপান্ডিয়া ভাইদের সঙ্গে কে এই রহস্যময়ী!