বাংলাদেশে বন্ড মার্কেটের ক্রমবিকাশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর একটি হোটেলে – ‘বাংলাদেশে বন্ড মার্কেটের ক্রমবিকাশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবারের এই সেমিনার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) অথরিটি, প্রধানমন্ত্রীর কার্যালয় যৌথভাবে আয়োজন করে। সেমিনারে সরকারী বেসরকারির উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ বিভিন্ন ব্যাণিজ্যিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, ও বহুজাতিক সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আইডিএলসি ফাইন্যান্স এর প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) অথরিটি -এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন বন্ড মার্কেটের ক্রমবিকাশে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)-এর কমিশনার প্রফেসর ডঃ স্বপন কুমার বালা বলেন, বন্ড মার্কেটের উন্নয়নের জন্যে কার্যকরী রেগুলেটরি পলিসি গ্রহণ করতে হবে এবং বিনিয়োগকারীদের বিকল্প বিনিয়োগের সুযোগ থাকতে হবে। অনুষ্ঠানে বন্ড মার্কেটের গুরুত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা বিষয়ে ভারতীয় বন্ড মার্কেট বিশেষজ্ঞ ভিনোদ কোঠারীর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এবং এরপর প্যানেলিস্টদের মধ্যে মুক্ত-আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরশেদ, এশিয়া উন্নয়ন ব্যাংক(এডিবি)-এর প্রধান অর্থনৈতিক বিভাগ বিশেষজ্ঞ পিটার ম্যারো, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মোঃ রেজাউল করিম, এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার্স-এর পরিচালক মোঃ মিনহাজ জিয়া, বিল্ড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস-প্রেসিডেন্ট মীর সাজেদ উল বাশির। মুক্ত-আলোচনায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ খান।

 

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখলেন বুয়েটের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধভ্যাটের হার কমানো কষ্টকর: অর্থমন্ত্রী