পপুলার২৪নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ পরীক্ষায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের পরীক্ষা ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে হয়। মোট ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২ লাখ ৩০ হাজার ৪৫০ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ।
মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h1 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠালে ফল জানা যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও ফল জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।