পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে ম্যানচেস্টারের বাসিন্দা লিবিয়ার বংশোদ্ভূদ সালমান আবেদি নামে এক তরুণ।
অনুষ্ঠানে আগত কয়েকজন তাকে দেখেছেন বলে দাবি করেন। এক নারী জানান, হামলার আগে তিনি সেই তরুণকে দেখেছেন। অন্য সবাই গোলাপি জামা পরলেও তিনি লাল জামা পরেছিলেন। বিস্ফোরণের পর সেই ব্যক্তির মাথাবিহীন দেহ দেখতে পান তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
ল্যাঙ্কাশায়ার শহরের বাসিন্দা ইমা জনসন একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, সেদিন ম্যানচেস্টার অ্যারেনায় কনসার্ট দেখতে এসেছিল তাঁর দুই সন্তান। কনসার্ট শেষে তাদের আনতে সেখানে গিয়েছিলেন তিনি। অ্যারেনার বাইরের বিস্ফোরণের কিছুক্ষণ আগে হলরুমে তিনি হামলাকারীকে দেখেন বলে দাবি করেছেন।
ইমা বলেন, ‘সন্তানদের আনার জন্য সেখানে যাই আমি। যানজট এড়ানোর জন্য দর্শনার্থীরা ততক্ষণে অ্যারেনা থেকে বের হওয়া শুরু করেছে। তাই আমরা দাঁড়িয়ে ছিলাম, যাতে আমাদের সন্তানরা আমাদের খুঁজে পায়। ’
তিনি বলেন, ‘লোকজন আরিয়ানার পছন্দের সাদা, কালো ও গোলাপি রঙের পোশাক পরেছিল। কিন্তু একজন উজ্জ্বল লাল রঙের জামা পরে ছিল। ওই রঙের পোশাক পরার কারণে তাঁকে আলাদাভাবে দেখেছিলাম। ’
সে ব্যক্তিকে দেখার কয়েক মুহূর্ত পরেই বোমা বিস্ফোরণ ঘটে। এরপর কী ঘটে, তাও বলেছেন তিনি। ইমা বলেন, ‘চারদিকে লাশ পড়ে ছিল। সেখানে হামলাকারীর মাথাবিহীন শরীরও পড়ে ছিল। সেটা ছিল খুবই ভয়ঙ্কর বিষয়। ’
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সেই ব্যক্তিকে সন্দেহ করছেন। তবে তিনি একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরো সহযোগী ছিল তা জানা যায়নি।
হামলার পর দায় স্বীকার করে বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।