পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
প্রচণ্ড রোদ আর গরমে গাজীপুর সিটি করপোরেশন কাশিমপুর নয়াপাড়ার পাঁচটি কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। গণহারে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার সকালে এ ঘটনার পর কারখানারগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও আলিম গ্রুপের দু’টি কারখানা।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, সকালে কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে হঠাৎ করে ওই পাঁচ কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠনো হয়। পরে কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্ধ কারখানাগুলো স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।