পপুলার২৪নিউজ ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে। দলটি সমাবেশের অনুমতির জন্য সব রকমের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করলেও এখন পর্যন্ত পুলিশি অনুমোদন পায়নি। অনুমতি পাওয়া নিয়ে সংসয় রয়েছে দলের নেতাদের। কারণ হিসেবে সরকারের অগণতান্ত্রিক মনোভাবকেই দেখছেন তারা। তার পরেও আশায় অনুমতি চেয়েছে, যদি শেষ বেলাতে সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে পুলিশকে অনুমতি দিতে বলেন।
এর আগে বিএনপি তাদের দলীয় বিশেষ দিনগুলোতে সমাবেশের অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে দেয়া হয়নি। অনেক সময় শেষ বেলাতে অনুমতি দিলেও জুরে দেয়া হয় শর্ত।
সমাবেশের অনুমতি পাওয়ার আশা করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমাদেরকে জনসভা করার সুযোগ দেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা অনুমতি চেয়েছে। যেহেতু এখনো সময় আছে দেখা যাক তারা কি বলে। আওয়ামী লীগ এবং তাদের সমর্থকেরা তো দিব্বি সমাবেশ করছে। আমাদের সমাবেশ করতে দেয় না তারা (আওয়ামী লীগ)। এটা দেশবাসি দেখুক। আমরা যতবারই চেয়েছি দেয়নি। তবে সমাবেশের অনুমতি না পেলে দলের মহাসচিব সিনিয়র নেতাদের সাথে বসে পরবর্তী পদক্ষেপ নিবে।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামীকাল আমাদের প্রতিবাদ সমাবেশ আছে আমরা ধরেই নিয়েছি এই সরকার অনুমতি দিবে না, কয়দিন দিবে না। কিন্তু দীর্ঘদিন আমরা তাদের অনুমতির অপেক্ষা করবো না। সরকারের সকল ধরনের চোখ রাঙ্গানি এবং তার আইনশৃংখলা বাহিনীর সকল ধরনের উস্কানি উপেক্ষা করে আমরা যে দিন রাজপথে নামবো সেই দিন আর এই সরকার (আওয়ামী লীগ) থাকবে না।
তল্লাশির প্রতিবাদে সমাবেশের অনুমতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। নিয়ম মেনে সমাবেশ করতে চায়। সমাবেশের অনুমতি পেতে আইনী প্রক্রিয়া সব সম্পূর্ণ করেছি। এর আগেও একইভাবে আবেদন করেছিল তবে পুলিশ অনুমতি দেয়নি। আশা করছি আজকের মধ্যে পুলিশের পক্ষ থেকে অনুমতি পাব।