জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাগেরহাটের চিতলমারীতে ইটবোঝাই একটি ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। মোল্লাহাট-চিতলমারীর সড়কের আড়য়াবর্ণি গ্রামে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে জানান চিতলমারী থানার ওসি মো. রেজাউল করিম।
নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আকরাম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৭) ও গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল মোল্লা (১৮)। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
ওসি রেজাউল বলেন, মোল্লাহাট থেকে ইট বোঝাই ট্রলিটি চিতলমারীর কালশিরা এলাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা চার শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে নিয়ে আসার পথে আল আমিন ও ইসমাঈলের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।