চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই:সাঈদ খোকন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রেবিবার, ২১ মে সকা‌লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় চত্বরে চিকুনগু‌নিয়া ও ডেঙ্গু‌ রোগ প্র‌তি‌রোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠা‌নে মেয়র এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই। চিকুনগুনিয়া মশাবাহিত রোগ, নরমাল ওষুধে সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ক্র্যাশ প্রোগ্রা‌মে ডিএসসিসি’র সব ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু করছি। হঠাৎ করে এ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব।

এ নিয়ে নগরবাসীর আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, সারাদেশে দেড়শোজন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে।

বক্তৃতা শেষে মেয়র বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানকে নিয়ে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সেখানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী খান মো. বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ রিয়ালের উৎসবের রাত
পরবর্তী নিবন্ধছাতকের মানিকপুরে লিচুর বাম্পার ফলন