দুদকের হাতে কাস্টমস কর্মকর্তা আটক

চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল মোমিন মজুমদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবদুল মোমিন বর্তমানে ঢাকা উত্তর বিভাগের কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে এক কোটিরও বেশি টাকা এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

আটকের পর মোমিন মজুমদারকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সাধন চন্দ্র ধর বাদী হয়ে আব্দুল মোমিনের নামে ডবলমুরিং থানায় অবৈধ সম্পদ আয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধ‘আমাকে আটকে রেখে মেয়েকে নিয়ে যায়’
পরবর্তী নিবন্ধতৃতীয় বিয়ে করে ‘কাম’ কথা শোনালেন সোফিয়া