নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জের ৯১ হাজার ৫৯০টি দরিদ্র পরিবার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পেত। কিন্তু বোরো ফসলহানির পর গত এপ্রিলে এই কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্র পরিবারগুলো হতাশায় পড়েছেন। ওই পরিবারগুলো খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা পাওয়ায় ভিজিএফ’র চাল ও নগদ টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন খাদ্য বান্ধব কর্মসূচি আগামী সেপ্টেম্বর মাসে আবার চালু হবে। এটি বছরের দু’টি সময়ের প্যাকেজে ৫ মাসের জন্য চালু করা হয়েছে। একটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৩ মাস ও মার্চ -এপ্রিল দুইমাস।
গত ১৯ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে জেলার সংসদ সদস্য, জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকসহ উপস্থিত সবাই দাবি জানিয়েছিলেন খাদ্য বান্ধব কর্মসূচি চালু রেখে আরো ১ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার। এর পর জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য বান্ধব কর্মসূচি নিয়িমিত রাখা ও কার্ডের সংখ্যা আরো বৃদ্ধির জন্য পৃথক ভাবে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে চিঠি দিয়েছিলেন। কিন্তু গত এক মাসেও খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর থেকে কোন সাড়া ও আশ্বাস পাওয়া যায়নি।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ৯১ হাজার ৫৯০টি পরিবার গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ১০ টাকা কেজি করে ৩০ কেজি চাল ক্রয় করেন। বোরো ফসলহানির পর ৩০ এপ্রিল এই কর্মসূচি বন্ধ হয়ে গেছে। ভিজিএফ থেকে বঞ্চিত ও খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হওয়ায় চরম হতাশা ব্যক্ত করেছেন সুবিধাভোগিরা।
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলাল আহমদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ফেরার প্রাইস বন্ধ হয়ে যাওয়ায় জনপ্রতিনিধি হিসেবে খুব চাপের মুখে আছি। প্রতিদিনই লোকজন জানতে চান কবে আবার চালু হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা বলেন, এটি বছরের দুইটি সময়ে ৫ মাসের জন্য চালু করা হয়েছে। গত এপ্রিল মাসে দ্বিতীয় প্যাকেজ শেষ হয়েছে। বিশেষ বিবেচনায় সুনামগঞ্জের জন্য এই কর্মসূচি নিয়মিত রাখতে আমরা এপ্রিল মাসেই খাদ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি নিয়মিত রাখা ও কার্ডের সংখ্যা বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এছাড়া আরো ১ লাখ ভিজিএফ কার্ড বাড়ানোর জন্য জোরালো দাবি জানিয়েছি।