নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে একাধিক মামলার পলাতক আসামীরা রয়েছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। চুরি-ডাকাতি, ছিনতাই-মারামারি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ কর্মে জড়িত এ চক্রের কারনে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। নোয়রাই ইউনিয়নের চরভাড়া গ্রামের সুহেল মিয়া, আতাউর রহমান, রুবেল মিয়া, আকদ্দছ আলী, হানিফ আলী, ফজর আলী, আতাউর রহমান, শাহ আলমসহ এ চক্রের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এ চক্রের মৃত আব্দুল তাহিরের পুত্র আলাউর রহমান একটি মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য আখলুছ আলী এ অপরাধী চক্রের অপরাধ কর্মকান্ডের বিষয় স্বীকার করে জানান, ভ্রাম্যমান আদালত যৌন হয়রানীর অপরাধে আতাউর রহমানকে ৫হাজার টাকা জরিমানা করেছিল। সুহেল মিয়া, চেরাগ আলী, নুরুল হক আব্দুর রশীদসহ ১৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় উকিল আলী বাদী হয়ে একটি মামলা(নং-১০) দায়ের করেছেন। রংমালা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে মখদ্দুছ আলীর বিরুদ্ধে ১৮/১৩ মামলা রয়েছে। গ্রামের আক্রম আলীর দায়ের করা মামলায়(নং-০৬) আব্দুল তাহির, আব্দুল হাসিমসহ ৫জন পলাতক রয়েছে। ইউপি সদস্য আরো জানান, একটি মামলায় এ চক্রের লোকজন থানায় বন্ড সাইন দিয়ে মুক্ত হয়েছে। কিন্তু তারা তাদের অপরাধ কর্মকান্ড থেকে সরে যায়নি। তাদের অপকর্মের বিষয়ে প্রতিবাদ করায় তার বিরুদ্ধেও বিভিন্ন ষড়যন্ত্র করছে এ মহলটি। গ্রামের পরিবেশ নষ্ট করছে একটি পরিবার কেন্দ্রিক এ চক্রটি। পুলিশ বার-বার অভিযান চালিয়েও তাদের আটক করতে পারেনি। তিনি এদের বিরুদ্ধে উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। ছাতক থানার এসআই শফিকুল ইসলাম জানান, গত ৯ম সুহেল মিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মারামারির মামলা দায়ের করেছেন চরভাড়া গ্রামের উকিল আলী। মামলার আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।