পপুলার২৪নিউজ ডেস্ক:
বাহুবলি-২ দ্যা কনক্লুশন দেখেন নি এমন লোকজনের সংখ্যা হয়ত কম। বলিউডেরও বহু তারকা এখন বাহুবলি দেখে এর ফ্যান ক্লাবে ঢুকে পড়েছেন। তবে বাহুবলি-২ এখনও দেখে উঠতে পারেননি খোদ বলিউড বাদশা শাহরুখ। তবে রাজামৌলির এই ফিল্ম না দেখলেও বাহুবলি-২ র সাফল্যের চাবি কাঠি জানা আছে কিং খানের। বাহুবলি-২র সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে কিং খান সাফ জানালেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।
IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আমি বাহুবলির প্রথম পার্ট দেখেছি, খুবই অনুপ্রেরণা দেওয়ার মত সিনেমা। দুর্ভাগ্যবশত আমি বাহুবলি-২ দেখে উঠতে পারিনি। আমার মনে হয় এটিও একই ভাবে অনুপ্রেরণা যোগাবে। সাফল্যের মাপকাঠি শুধু সংখ্যা দিয়ে বোঝানো যায় না, এর গরিমা চিন্তা ও মননের সঙ্গে জড়িয়ে। কষ্ট না করলে সাফল্য আসে না।
শাহরুখের কথায় সিনেমায় প্রযুক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেকোনও সিনেমার রূপ বদলে দিতে পারে প্রযুক্তি, যার অন্যতম উদাহরণ হল বাহুবলি। এদিন বাহুবলির পরিচালক রাজামৌলি সম্পর্কে কিং খান বলেন, উনি এমন একজন পরিচালক, যে উনি যে সিনেমাই বানান, সেটা সকলকে অনুপ্রেরণা যোগায়।