মেহেরপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়ে শপথ

পপুলার২৪নিউজ প্রতিবেদক
দুপুর দেড়টা। মধ্য আকাশে সূর্যের তপ্ত ঝলকানী। ঠিক তখন ৩২০ জন ছাত্রী লাল কার্ড গলায় পড়ে সমস্বরে বলে উঠল ‘১৮ বছর এর আগে বিয়ে করব না, কাউকে করতে দেব না, দেশ ও জাতীর কল্যাণে কাজ করব, মানুষের উপকারে নিজেদের কাজে লাগাব’। মঙ্গলবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড বিতরণ শীর্ষক এক অনুষ্ঠানে শপথে তারা এ অঙ্গীকার করে। তাদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ। এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহভ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, সহকারী কমিশনার রকিবুল হাসান, আরিফা সুলতানা, মহিদুল হত, কাজি নাহিদ ইভা, মিনহাজুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পলাশি পাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, স্থানীয় অভিভাবক ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে ৩২০ জন ছাত্রীর মাঝে লাল কার্ড বিতরণ করা হয়। লাল কার্ডে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে নির্দেশনার পাশাপাশি যে কোনো তথ্য জানানোর জন্য জেলা প্রশাসকের মোবাইল নম্বর সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিমল সিংহ ছাত্রীদের উদ্দেশে বলেন, ১৮ বছরের আগে তোমরা বিয়ের কথা চিন্তাও করব না। লেখাপড়ার প্রতি মনোযোগ হও। বর্তমান সরকার মেয়েদের এগিয়ে নিতে নতুন নতুন অনেক প্রকল্প হাতে নিয়েছে। তোমরা লেখাপড়া করে নিজেদের যোগ্য করে তোলো।

তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দিলে আমাদের জানাবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে এক গণসমাবেশে উপস্থিত হয়ে মেহেরপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছিলেন মন্ত্রীপরিষদ সচিব সফিউল আলম।

পূর্ববর্তী নিবন্ধছয়জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন 
পরবর্তী নিবন্ধনিউইয়র্ক বাংলা বইমেলা ১৯-২১ মে