পপুলার২৪নিউজ ডেস্ক:পপুলার২৪নিউজ ডেস্ক:সম্প্রতি বিশ্বজুড়ে হওয়া সাইবার হামলাকে বিভিন্ন দেশের সরকারের জন্য একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সামনে আরও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হ্যাকারদের ছড়িয়ে দেওয়া ক্ষতিকর সফটওয়্যার র্যানসমওয়ারে গত শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো স্থানের কম্পিউটার-ব্যবস্থা অচল হয়ে পড়ে। হামলার ব্যাপকতা গতকাল রোববার আরও বাড়ে। অন্তত ১৫০টি দেশ এই সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। হামলার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখের বেশি।
ঝুঁকিপূর্ণ সফটওয়্যারে তথ্য সংরক্ষণের জন্য সরকারগুলোর সমালোচনা করেছে মাইক্রোসফট। ঝুঁকিপূর্ণ সফটওয়্যারে তথ্য সংরক্ষণের কারণেই হ্যাকারেরা এই হামলা চালানোর সুযোগ পেয়েছে বলেও মনে করে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
সপ্তাহের ছুটি শেষে আজ লোকজন কাজে ফিরবে। এতে কম্পিউটার ব্যবহারের পরিমাণ বাড়বে। এই প্রেক্ষাপটে আরও সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। নতুন হামলা ঠেকাতে অনেক প্রতিষ্ঠান কাজ করছে।
হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কম্পিউটার অচল করে দিয়ে মুক্তিপণ দাবি করে।
নজিরবিহীন হামলার এই সাইবার হামলার পেছনের মূল হোতাদের ধরতে আন্তর্জাতিক তদন্তকারীরা কাজ শুরু করেছেন।