ঝড়ে শরীয়তপুরের তিন শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঝড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচ গ্রামের তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। মাথার ওপর গাছের ডাল পড়ে নিহত হয়েছেন এক নারী। ঘরের ভাঙা অংশের কাঠ ঢুকে আহত হয়েছেন এক ব্যক্তি।

আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম বেগম আক্তার (৪০)। তাঁর বাড়ি ভেদরগঞ্জ উপজেলার চরপায়াতলি গ্রামে। স্বামীর নাম জিয়াউর রহমান সরদার।

আহত ব্যক্তির নাম নুরু মাদর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝড় প্রায় ২০ মিনিট ধরে চলে। এতে নড়িয়া উপজেলার ভুট্টু মালতের কান্দি, খাসমহল কান্দি, ভেদরগঞ্জ উপজেলার দেওয়ান কান্দি, বোরোকাঠি ও চরপায়াতলি গ্রামের তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়।

নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিনা জামান বলেন, সকালে হঠাৎ ঝড় হয়। অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভাঙা অংশের কাঠ পেটে ঢুকে নুরু মাদর নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের সহায়তা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটে ৮৫ কেজি হরিণের মাংস উদ্ধার
পরবর্তী নিবন্ধহিন্দু প্রেমিকাকে চারবার বিয়ে করলেন মুসলিম যুবক!