এফবিসিসিআই নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের ১৬ জন ব্যবসায়ী ঐক্য ২ র্প্রাথী নির্বাচিত

 

এফবিসিসিআই নির্বাচনে গণতান্ত্রিক পরিষদ জয়ী

পপুলার২৪নিউজ ডেস্ক:  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-২০১৯ মেয়াদকালের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে শফিউল ইসলাম মহিউদ্দিনের প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ প্রার্থী পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ব্যবসায়ী ঐক্য ফোরাম অ্যাসোসিয়েশন গ্রুপের ২ প্রার্থী পরিচালক নির্বাচিত হয়েছেন।

এর আগে রবিবার (১৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এসময় অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৮৭ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৩২টি ভোট বাতিল করা হয়।

আগামী ১৬ মে পরিচালকদের ভোটে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপিল করা যাবে। আর ২০ মে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

২০১৭-২০১৯ মেয়াদকালের পরিচালক নির্বাচনে বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন খন্দকার রূহুল আমিন ১২০৬ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। দ্বিতীয় অবস্থানে ছিলেন বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিংয়ের আবু মোতালেব। তিনি পেয়েছেন ১১৯৫ ভোট। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ হার্ডবোর্ড ডিলারস অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ পেয়েছেন ১১৪৫ ভোট।

আর বাংলাদেশ পেপারস ইনপোটারস অ্যাসোসিয়েশনের মো. শফিকুল ইসলাম পেয়েছেন ১১৪১ ভোট, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মো. মুনতাকিম আশরাফ পেয়েছেন ১১০৫ ভোট, ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শমী কায়সার পেয়েছেন ১০৭৭ ভোট, প্রাইভেট রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাশেদুল হোসাইন চৌধুরী রনি পেয়েছেন ১০৫২ ভোট, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোরটারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন পেয়েছেন ১০৩৪ ভোট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের শাফকাত হায়দার পেয়েছেন ১০১৭ ভোট, ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের ড. কাজী এরতেজা হাসান পেয়েছেন ১০০১ ভোট, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব) হেলেনা জাহাঙ্গীর পেয়েছেন ৯৮৪ ভোট, বাংলাদেশ লেদার গুডস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের আমজাদ হোসাইন পেয়েছেন ৯৭৭ ভোট, বাংলাদেশ সেকেন্ডারি টিপ্লেট অ্যাসোসিয়েশন নিজাম উদ্দিন রাজেশ পেয়েছেন ৯৭৬ ভোট, হক, ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাফেজ হারুন পেয়েছেন ৯৭৪ ভোট, বাংলাদেশ এগ্রো-প্রসেসরের এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৯৬৫ ভোট, বাংলাদেশ অটোস্পিয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের মো. আয়েস খান ৯৬২ ভোট পেয়েছেন, আউটসোর্সিং লজিস্টিক সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন মো. আবু নাসের পেয়েছেন ৯২৮ ভোট ও বাংলাদেশ অ্যাগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের খন্দকার মনিরুর রহমান পেয়েছে (জুয়েল) পেয়েছে ৯২৩ ভোট।

এর মধ্যে ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের ড. কাজী এরতেজা হাসান, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (নাসিব) হেলেনা জাহাঙ্গীর ব্যবসায়ী ঐক্য ফোরামে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছে। বাদবাকি ১৬ জন সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের।

এফবিসিসিআই নির্বাচন বিধি অনুযায়ী, দুই বছর মেয়াদী পরিচালনা পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পালাক্রমে সভাপতি এবং প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়ে থাকে। সে অনুযায়ী, এবারের নির্বাচনে এসোসিয়েশন গ্রুপ থেকে সভাপতি এবং চেম্বার গ্রুপ থেকে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হবে।

 

পূর্ববর্তী নিবন্ধমিসবাহ-ইউনুসের বিদায়ী উপহার
পরবর্তী নিবন্ধটাইগারদের আইরিশ–বিড়ম্বনা