পপুলার২৪নিউজ ডেস্ক:
নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিকে লা লিগায় লাস পালপাসের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। দলের হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেজ। আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে লুইস এনরিকের শিষ্যরা। এদিন স্তাদিও দি গ্রান কানারিয়ায় আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত বড় জয় তুলে নেয় কাতালান শিবির। ম্যাচের ২৫ মিনিটেই নেইমারের গোলে লিড পায় বার্সা। মাঝ মাঠ থেকে সার্জিও বুসকেটসের ব্যাক হিলে ইনিয়েস্তা বল পেলে লম্বা শটে সুয়ারেজের দিকে বাড়িয়ে দেন। পরে সুয়ারেজ একেবারে বারের কাছে গিয়ে নেইমারের দিকে পাস দিলে তা থেকে গোল আদায় করতে ভুলেননি ব্রাজিলিয়ান তারকা।
দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। এবার নেইমারের লম্বা শট পেয়ে স্বাগতিকদের জালে বল ঠেলে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। পরে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য ব্যবধান কমায় লাস পালমাস। কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের পাসে পেদ্রো বিগাস গোল করলেও স্বস্তি পায় স্বাগতিক শিবির। কিন্তু ৬৭ মিনিটেই আবারও ব্যবধান বাড়ান নেইমার। রাকিটিচের ক্রস শটে হেডের মাধ্যমে গোলটি করেন তিনি। ম্যাচের ৭১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। জর্দি আলবার ক্রস শটে পা লাগিয়ে অ্যাওয়ে ম্যাচে বার্সার হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন তরুণ এ সেনসেশন।
এদিন বার্সার সেরা তারকা লিওনেল মেসি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলেও গোলের দেখা পাননি। অ্যাওয়ে ম্যাচে একমাত্র লাস পালমাসের বিপক্ষে সর্বোচ্চ দুটি খেলায় গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক। এদিকে এ জয়ের ফলে শীর্ষেই রইল বার্সা। ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে দলটি। কিন্তু এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থেকে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।