পপুলার২৪নিউজ ডেস্ক:
ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর মোখলেছুর রহমান এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার ও বাংলাদেশ অরফেন্স সেন্টার এর পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মো. শহীদ উল্ল্যাহ ২০১৬-১৭ সালের ফেনী জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইমাম প্রশিক্ষণে লব্দ জ্ঞানের আলোকে আর্থ-সামাজিক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে অবদান রাখার জন্য প্রতিবছর পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়। গত ৪ মে ইসলামিক ফাউন্ডেশনের ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ফেনী কোর্ট মসজিদে প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হয়েছেন হাফেজ মো. শহীদ উল্ল্যাহ, ২য় হয়েছেন মাওলানা ইউসুফ আলী, ৩য় হয়েছেন মাওলানা মহি উদ্দিন।
নির্বাচিত ইমামরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহন করবেন।
উল্লেখ্য, হাফেজ মো. শহীদ উল্ল্যাহ ফেনীর দাগনভূঞা উপজেলার হাছানগনিপুর গ্রামের আবদুল মান্নান মুনাফের বড় ছেলে। তিনি এর আগে ২০১১-১২, ২০১৩-১৪ সালে ও জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি সামাজিক নানা কর্মকান্ডে অবদান রেখে চলেছেন।