ফরিদপুরে মানবপাচার চক্রের তিন সদস্য আটক, তরুণী উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি ,পপুলার২৪নিউজ:
ফরিদপুরে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রর তিন সদস্যকে আটক ও পাচার হওয়া এক তরুণীকে উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রইছউদ্দিন জানান, দেড় মাস আগে ফরিদপুরের নগরকান্দার উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের পারুল আক্তার (১৮) এর সঙ্গে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গৌরীপুরের শহীদ মণ্ডলের ছেলে রইস মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর গত ২৮ এপ্রিল থেকে পারুলের সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

শ্বশুরবাড়ির লোকজনও বিষয়টি এড়িয়ে যায়। বাধ্য হয়ে পারুল আক্তারের মা পাঁচি বেগম নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার পরিবারের পক্ষ থেকে পারুল আক্তারের নিখোঁজের বিষয়টি র‌্যাবকে জানিয়ে সহযোগিতা কামনা করা হয়।

এএসপি রইছ আরও বলেন, পারুল আক্তারের নিখোঁজের বিষয়টি নিয়ে র‌্যাব অনুসন্ধান শুরু করে। গত ১০ মে পারুলের স্বামী রইস মণ্ডল (২৫) কে ভবুকদিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে নড়াইল জেলার নড়াগাতির মাউলি গ্রামের মৃত কালীপদ দাসের ছেলে কৃষ্ণপদ দাস (৩৮) এবং সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার ধানদিয়া গ্রামের আবু বক্কার সানার ছেলে বাবু সানা (২৭) কে গতকাল শনিবার যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে আটক করে। আটককৃতদের দেওয়া তথ্য মতে র‌্যাব আজ রবিবার ভোরে বেনাপোলের শার্শা এলাকার একটি বাড়ি থেকে পাচার হওয়া পারুল আক্তারকে উদ্ধার করে।

তিনি আরও জানান, আটক মানবপাচার চক্রর তিন সদস্যকে নগরকান্দা থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে শিল্পকলায় হচ্ছে ‘মহাভারত’র প্রথম বাংলা অনুবাদক সঞ্জয় স্মারকস্তম্ভ
পরবর্তী নিবন্ধ৭২ বছর পর হাতে প্রেমপত্র!