পপুলার২৪নিউজ প্রতিবেদক:
‘ডার্টি মানি’ অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে অভিযান পরিচালনা করছেন শুল্ক গোয়েন্দারা। রোববার সকাল থেকে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি শোরুমে শুল্ক গোয়েন্দারা অভিযান শুরু করেন।
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তাঁর ছেলে শাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে আসার পর শুল্ক গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন।
ইতিমধ্যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে দিলদার ও শাফাতের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে, বহুল আলোচিত ধর্ষণের ঘটনা চাপা দিতে বিপুল অর্থ খরচের চেষ্টা হয়েছে। এই অর্থের উৎস ‘ডার্টি মানি’ কি না, তা ছাড়া তাঁদের ব্যবসায়িক কার্যক্রম ‘অস্বচ্ছ’ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুজনের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আপন জুয়েলার্সেরও ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে শুল্ক গোয়েন্দাদের আজকের অভিযানে ঢাকা উত্তর-দক্ষিণের ভ্যাট কর্মকর্তারা ও র্যাবের সদস্যরা রয়েছেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, রাজধানীতে আপন জুয়েলার্সের সব শোরুমে অভিযান চালানো হবে। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে। অভিযানে সোনা ও হিরার উৎস ও পরিশোধযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেওয়া হবে।