পপুলার২৪নিউজ ডেস্ক:
চলচ্চিত্রে অভিনয়ের জন্য কানাডায় বিশেষ সম্মাননা পেলেন চিত্রনায়ক ফেরদৌস। ১১ মে থেকে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফ্যাস্টিভাল’। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল চিত্রনায়ক ফেরদৌসের হাতে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়েছে। বিদেশে সম্মাননা পাওয়া প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘নিজ দেশের সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য আমি এ সম্মাননা পেয়েছি। এটা আমার জন্য, বিশেষ করে চলচ্চিত্র পরিবারের জন্য বেশ গর্বের। যদিও কানাডাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাই আমাকে এ সম্মাননা দিয়েছেন; কিন্তু তারপরও তারা যে আমাকে সম্মাননার জন্য নির্বাচিত করেছেন এ কারণে তাদের প্রতি কৃতজ্ঞ আমি। এ বিশেষ সম্মাননা চলচ্চিত্র পরিবারের প্রতি উৎসর্গ করলাম।’ এ মুহূর্তে ফেরদৌস কানাডায় অবস্থান করছেন। ১৬ মে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে একইদিন কলকাতায় যাবেন তিনি। ওখানে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ইয়াতি অভিযান’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। এ ছবিতে বাংলাদেশের বিদ্যা সিনহাম মিমও অভিনয় করছেন। এরইমধ্যে কলকাতায় রিহার্সেলও করছেন তিনি। সৃৃজিতের পরিচালনায় এবারই প্রথম ফেরদৌস কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন। কলকাতার শুটিং শেষ করে দেশে ফিরে তিনি এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রের শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন।