জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
আজ শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ হয়েছে বলে জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতিমধ্যে পদ্মাসেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৩ শতাংশ। শিডিউল অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোনও প্রতিবন্ধকতা নেই। আর অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের কাজ শুরু হলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো। ’
তিনি আরও বলেন, ‘পদ্মাসেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফল। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। ’ যথাসময়ে প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।