চীনের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহত ৮

পপুলার২৪নিউজ ডেস্ক:
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনঝিয়াংয়ে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে আট জন মারা গেছে ও অপর ১১ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে প্রাচীন সিল্ক রোড নগরী কাশগার থেকে ২১৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৫.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই ঘটনায় আট জন মারা গেছে ও অপর ১১ জন আহত হয়েছে।

পিপল’স ডেইলি টুইটারে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে পড়া একটি ভবনের ছবি পোস্ট করেছে। জনবিরল প্রত্যন্ত এলাকাটি তাজিকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ায় বিরাটকে আনুশকার ‘সারপ্রাইজ’
পরবর্তী নিবন্ধসিরিয়ায় আইএসের অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে নিহত ২০