পপুলার২৪নিউজ প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা প্রতিরোধ করা হবে।
বুধবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি কী কী করবে, তার বিস্তারিত কর্মপরিকল্পনা সম্বলিত রূপকল্প ‘ভিশন ২০৩০’ তুলে ধরছেন খালেদা জিয়া।
রূপকল্পের লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ বা অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হবে না।
বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসবাদকে বিএনপি বরদাশত করবে না বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন।
ক্ষমতায় গেলে বিএনপির পররাষ্ট্র নীতি কী হবে তার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মুসলিম উম্মাহ ও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবন্দ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত রয়েছেন।