পপুলার২৪নিউজ ডেস্ক:
সুস্পষ্ট বিজয়ের পর ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে শপথ নিলেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত ১৯ তম প্রেসিডেন্ট মুন জে-ইন। শপথ নিয়েই তিনি বলেছেন, সঠিক পরিস্থিতিতে তিনি উত্তর কোরিয়া সফরে আগ্রহী।
তবে শপথ নেয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বুধবার সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেন প্রেসিডেন্ট মুন। সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের অভিসংশনের পর তৈরি হওয়া নেতৃত্বের শূন্যস্থান পূরণ করতেই তিনি দ্রুত কাজ শুরু করেছেন।
এমনকি তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উত্তর কোরিয়া ইস্যুর অগ্রগতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথাও বলেছেন।
৬৪ বছর বয়সী মানবাধিকার বিষয়ক আইনজীবী মুন জে-ইন তার উদারনৈতিক দৃষ্টিভঙ্গীর জন্য সুপরিচিত। নির্বাচনে বিজয়ের পর বিভক্ত উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আবার একত্রিত করার ওয়াদা করেন তিনি।
দক্ষিণ কোরিয়া এখনো সাবেক প্রেসিডেন্ট পার্কের দুর্নীতি কেলেঙ্কারির ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝেই নতুন প্রেসিডেন্ট মুন দেশটির ভঙ্গুরপ্রায় অর্থনীতিকে আবার দাঁড় করানোর অঙ্গীকার করেছেন।
দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী নিজেকে দেশের জনগণের সামনে তুলে ধরেছেন এমন এক ব্যক্তি হিসেবে, যিনি দুর্নীতির ওই কেলেঙ্কারি থেকে দেশকে বের করে এগিয়ে নিয়ে যাবেন।
শুধু তাই নয়, চলমান পররাষ্ট্রনীতি থেকে সরে গিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর ইচ্ছাও প্রকাশ করেছেন মুন।