সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে বর্জ্রপাতে বালু-পাথর উত্তোলনকারী দুই বারকি শ্রমিক মারা গেছেন। তারা হলেন- জেলার জামালগঞ্জ উপজেলার ফতেহপুর ইউনিয়নের দুলর্ভারচর গ্রামের গুলেনুর পাঠানের ছেলে শামীম পাঠান ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের ইরন মিয়া ওরফে গেদা মিয়ার ছেলে আবুল লেইছ।

বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীতে ভরগেট ট্রলারে বালি লোড করার সময় আকস্মিক বর্জ্রপাতে শামীম পাঠান ঘটনাস্থলেই মারা যায়। তার চাচাতো ভাই মহসিন পাঠান আহত হন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহিদুল্লাহ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে জেলার ছাতকে সোনালী চেলা নদীর তীরে বালি-পাথর উত্তোলনকালে বজ্রপাতে আবুল লেইছ নামের অপর এক পাথর শ্রমিকও একই দিন মারা যান।

ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা
পরবর্তী নিবন্ধ৩০ মিনিটের জন্য বিশ্বজুড়ে অচল ফেসবুক!