হ্রদের তলদেশে বিরল নৌকার সন্ধান

পপুলার২৪নিউজ ডেস্ক: নিউইয়র্কের একটি হ্রদের নিচে ঘুরতে গিয়েছিলেন তিন ডুবুরি। সেখানে তাঁরা একটি বিরল নৌকার দেখা পান। এটি পুরোনো দিনের নিদর্শন। এ রকম নৌকা একসময় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি ক্যানেলে চলাচল করত। তাই নৌকাটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে।
সাইরাকিউজ থেকে প্রকাশিত দৈনিক দ্য পোস্ট-স্ট্যান্ডার্ড লিখেছে, ওই তিন ডুবুরির নাম টিমোথি ক্যাজা, টিমোথি ডাউনিং ও ক্রিস্টোফার মার্টিন। তাঁরা সবাই অসওয়েগো কাউন্টির বাসিন্দা। অনেইডা লেকে একটি নৌকাডুবির ধ্বংসাবশেষ তাঁরাই ২০১১ সালে খুঁজে পান। পেনসিলভানিয়ার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক প্রত্নবিদ বেন ফোর্ড এবং ওই ডুবুরিরা ২০১৩ ও ২০১৪ সালে সাগরতলে ধ্বংসাবশেষ আবিষ্কারের রেকর্ড গড়েছেন। বিরল নৌকাটির ব্যাপারে তাঁরা বলেন, এটি কাঠের তৈরি। লম্বায় ৬২ ফুট। সম্ভবত ডারহ্যাম এলাকায় এই নৌকা বানানো হয়েছে। সেখানে ১৯ শতকে নদ–নদী ও খালে চলাচলের উপযোগী ভারী মালবাহী নৌকার নকশা ও নির্মাণ হতো।
টিমোথি ক্যাজা বলেন, অনেইডা লেকের এই নৌযানটি আবিষ্কারের আগে ডারহ্যামের নৌকার আর কোনো প্রত্ননিদর্শন মেলেনি। সাগরতলের ওই জায়গা থেকে একটি মুগুর, কাঠের সেচপাত্র এবং একটি পাথরের জগ উদ্ধার করা হয়েছে। সেগুলো এখন ভারমন্টের লেক চ্যাম্পলেইন মেরিটাইম মিউজিয়ামে সংরক্ষিত আছে।
পূর্ববর্তী নিবন্ধদেশে ২ কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে
পরবর্তী নিবন্ধ‘প্রেমিকাকে বিয়ে করতে চাই, একটু সহায়তা করবেন?’