বুড়িরহাট সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত থেকে রসুল মিয়া ওরফে চল্টু (৩০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রসুল মিয়া ওরফে চল্টু কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট (সেবকদাস) এলাকার হযরত আলীর ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকার মেইন পিলার ৯১৫ নম্বরের ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে রসুল মিয়াসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশ করে। পরে জলপাইগুড়ি ফালাকাটা সেক্টরের ১০০-বিএসএফ ব্যাটালিয়নের দক্ষিণ চামটা ক্যাম্পের একটি টহল দল গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে ভারতে অনু্প্রবেশকারীরা সটকে পড়লেও বিএসএফের হাতে আটক হন রসুল মিয়া ওরফে চল্টু। তাকে বিএসএফ বেদম মারপিট করেছে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলেও সূত্রে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটায়িনের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ’

পূর্ববর্তী নিবন্ধমহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযান, বাড়ির মালিকসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধঅবকাশ শেষে খুলেছে সুপ্রিমকোর্ট