ফ্রান্সে কম শারীরিক ওজনের মডেল নিষিদ্ধ!

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফ্রান্সে অতিরিক্ত পাতলা গড়নের মডেলদের নিষিদ্ধ করে একটি নতুন আইন কার্যকর করা হয়েছে। খবর বিবিসির।

মডেলদের এখন থেকে কাজ করার জন্য স্বাস্থ্য সংক্রান্ত ডাক্তারি সনদ দেখাতে হবে। এই সনদে শরীরের উচ্চতা অনুযায়ী মডেলদের শারীরিক ওজনের সূচক উল্লেখ থাকবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মারিসল টোরাইন শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তরুণদের অতিরিক্ত পাতলা এবং অবাস্তবভাবে উপস্থাপন নিজেদের হতাশা ও কম-আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলে। এটা স্বাস্থ্য সংক্রান্ত আচরণে প্রভাব ফেলতে পারে।

এই আইন না মানলে বা ভঙ্গ করলে সর্বোচ্চ ৭৫ হাজার ইউরো অর্থদণ্ড এবং ৬ মাসের জেল হতে পারে।

এর আগেও ফ্রান্সে একই ধরনের একটি আইন কার্যকরের উদ্যোগ নিয়েছিল সরকার। সে সময় দেশটির মডেলদের সংগঠনগুলো এর কড়া প্রতিবাদ করে।

এরপরই আইনটি সংশোধন করে সরকার। এখন চূড়ান্ত আইনে চিকিৎসকরা মডেলদের বয়স, দেহের গড়ন ও ওজন পরিমাপ করে সনদ দেবেন।

কম শারীরিক ওজনের মডেলদের নিষিদ্ধ করা ফ্রান্সের ঘটনা প্রথম নয়। এর আগে ইতালি, ইসরাইল, স্পেন অতিরিক্ত কম ওজনের মডেলদের নিষিদ্ধ করেছে।

এই আইনের ফলে ৩০ হাজার থেকে ৪০ হাজার মডেলের কাজ বাধগ্রস্ত হবে, যাদের ৯০ শতাংশই নারী।

পূর্ববর্তী নিবন্ধসন্দীপের শিকার—গেইল-এবি-কোহলি
পরবর্তী নিবন্ধ‘লাইক’ নিয়ে এত মাথাব্যথা কেন?